সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ সহায়তার জন্য আরও চার লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ডের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে যুক্তরাজ্য।
বুধবার (২২ জুন) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল।
তিনি বলেন, আজ আমরা যে নতুন তহবিল পেয়েছি তা নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা,পানি, স্যানিটেশন ও শিক্ষা উপকরণের মাধ্যমে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।
যুক্তরাজ্যের এই অর্থায়ন স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে। যা কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানান তিনি। এ নিয়ে গত কয়েক সপ্তাহে বন্যা দুর্গতদের জন্য ৭ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে ব্রিটেন।
বাংলাদেশ সময়: ৭:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com