যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।
একইসাথে তিনি লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসাবেও দায়িত্ব পালন করবেন। এক টুইটবার্তায় টিউলিপ সিদ্দিক তার নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন। ব্যাংক, বীমাসহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কর্মকাণ্ডের ওপর লেবার পার্টির হয়ে তিনি নজরদারি করবেন।
এর আগে, ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন হিসাবে কাজ করেছেন তিনি। শিশুকল্যাণ এবং প্রাক-প্রাথমিক শিক্ষা ছিল কাজের ক্ষেত্র। তিনি ব্রিটিশ পার্লামেন্টের নারী এবং সমতাবিষয়ক সিলেক্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ৭:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com