ব্রেকিং নিউজ

x


মোহাম্মদপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

শনিবার, ০৯ মে ২০২০ | ৩:২৮ অপরাহ্ণ

মোহাম্মদপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

 

করোনা
পরিবহন চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা পরিবহন চালুর দাবি জানান।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, করোনা পরিস্থিতিতে অনেক কিছু শিথিল করে দেওয়া হয়েছে। অফিস আদালত, দোকানপাট, পোশাক কারখানাসহ অনেক কিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হলেও তাদের কোনও সহায়তা দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ‘পরিবহন মালিকরা শ্রমিকদের কোনও খোঁজ খবর নিচ্ছেন না। এর প্রতিবাদে তারা সড়কে অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো থাকার পর তারা চলে গেছেন।’

বাংলাদেশ সময়: ৩:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com