মোদি থেকে বিশেষ সম্মাননা পেলেন মিমি
মোদি সরকারের কাছ থেকে বিশেষ সম্মাননা পেলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই সুখবর নিজেই টুইটারে শেয়ার করেছেন অভিনেত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে সম্মাননা জানানো হয় মিমিকে। মাস কয়েক আগেই ১০ জন যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছিলেন এই তারকা সংসদ সদস্য। তাদের ভরণপোষণ ও চিকিৎসার সবরকম দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মিমি। এর জেরেই সম্মানিত হলেন তিনি।
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।
গত নভেম্বরে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছিলেন তার দিন কয়েক আগেই। সেখানে গিয়েই টিবি রোগীদের দত্তক নেয়ার কথা জানিয়েছিলেন মিমি। সে সময়ই প্রশংসা কুড়িয়েছিল মিমির সিদ্ধান্ত।
মোদি সরকারকে ধন্যবাদ জানিয়ে মিমি লেখেন, ‘আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই, ১০ জন যক্ষ্মা রোগীকে দত্তক নেয়ার আমার প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর জন্য। আমি চাইব আরও মানুষজন এগিয়ে আসুক এই মহান প্রচেষ্টায় অংশ নিতে। আপনার ছোট্ট প্রয়াস অনেকের জীবন বাঁচাতে পারে।’
এমনিতে মোদি সরকারের সমালোচনা করতে ছাড়েন না মিমি। তবে ভারত সরকারের তরফে এই সম্মান পেয়ে গর্বিত নায়িকা। গত বছর ৯ সেপ্টেম্বর ‘প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযান’-এর অধীন মোট ১.৭৮ লাখেরও বেশি যক্ষ্মা রোগীকে দত্তক নেয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। কোভিড-পরবর্তী সময়ে ভারতে যক্ষ্মা রোগীর হার বৃদ্ধি পেয়েছে মারাত্মক হারে। ১০ জন টিবি রোগীর প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিনযুক্ত খাবার ও যাবতীয় ব্যবস্থার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন মিমি।
বাংলাদেশ সময়: ৯:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com