আগামী ২৬ মার্চ দু’দিনের সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গীরা খাদি মুজিব কোট গায়ে দিয়ে আসবেন ঢাকায়। শনিবার ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়টি জানায়, একশ মুজিব কোট সরবরাহ করা হয়েছে। এই কোট গায়ে দিয়ে সফরকারীরা বাংলাদেশে আসবেন। ৬ বোতাম বিশিষ্ট কালো রংয়ের মুজিব জ্যাকেটে নিচের অংশে দুটি পকেট এবং উপরে বাম পাশে বুকে একটি পকেট থাকবে। উন্নত মানের পলি খাদি কাপড় দিয়ে এই মুজিব জ্যাকেট তৈরি করা হয়েছে।
ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদি কাপড়ের পরিবেশ বান্ধবতা বজায় রেখে খাদি ভারতীয় লোগো অ্যামব্রোইডারি করে এই জ্যাকেটগুলোর জন্য কালো খাদি সূতার কাপড়ের কভারও তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com