মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে বাড়ছে। শুধু জীবদ্দশায় নয়। একজন মুক্তিযোদ্ধা মৃত্যুর পরও যেন যথাযোগ্য সম্মান পান তা নিশ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার শহরের বাহারছড়া গোলচত্বর মাঠে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের শ্রমে স্বাধীন হয়েছে এ দেশ। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের জন্য কাজ করছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বাহারছড়ার গোলচত্বর মাঠটি বীর মুক্তিযোদ্ধা মাঠ হিসেবে ঘোষণা দেন। এর আগে দেশ রক্ষার অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সবাইকে শপথ বাক্য পাঠ করান তিনি।
বাংলাদেশ সময়: ৭:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com