এবছরের মিস ইউনিভার্সের মুকুট উঠলো ভারতীয় তরুণী হারনাজ সিন্ধুর মাথায়। ২১ বছর পর আবারো এই খেতাব জিতলেন কোনো ভারতীয় নারী। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতল হারনাজ।
এদিন মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়, যেখানে ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হচ্ছে।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়’। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা।
২১ বছর বয়সী হারনাজ ভারতের পাঞ্জাবের অধিবাসী। তিনি ১৭ বছর বয়স থেকে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম ২০১৯ সালে মিস ফেমিনা ইন্ডিয়া পাঞ্জাব খেতাব জয় করেন।
এরপর ২০২১ সালে মিস ডিভায় বিজয়ের মাধ্যমে ভারতের হয়ে মিস ইউনিভার্সে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। এবারের ৭০ তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ইসরাইয়েলের এলিয়াটে।
এর আগে ভারতের হয়ে ১৯৯৪ সালে সুস্মিতা সেন ও ২০০০ সালে লারা দত্ত মিস ইউনিভার্স খেতাব জিতেন।
বাংলাদেশ সময়: ৭:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com