ব্রেকিং নিউজ

x


মাহমুদউল্লাহ ছিলেন সাদমানদের প্রেরণা

বুধবার, ১৪ জুলাই ২০২১ | ৭:১৭ পূর্বাহ্ণ

মাহমুদউল্লাহ ছিলেন সাদমানদের প্রেরণা

মঙ্গলবার সকালে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন সাদমানসহ শুধু টেস্ট স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটার। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাদমান মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে বলেছেন, ‘আমরা জানতাম না যে রিয়াদ ভাই এমন কিছু বলবেন। উনি এমন বলার পর দ্বিতীয় ইনিংসের পর থেকে আমাদের ভালো করার ইচ্ছাটা আরো বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল যে ওনার জন্য হলেও ম্যাচটা জিততে হবে।’

সাদমান আরো বলেন, মন খারাপ ছিল সবারই। উনি আমাদের দলের জন্য যা করে গিয়েছেন, সেসব অবদান তো দলে থাকবেই। আমরা সবাই একটু হতাশ হয়ে গিয়েছিলাম। উনি চলে যাচ্ছেন, যে করেই হোক শেষ ম্যাচটা ওনার জন্য খেলতে হবে।’

সেঞ্চুরিটা তার কাছে স্বপ্নপূরণের মতো বলে মনে করেন এই ওপেনার, ‘সব ব্যাটসম্যানেরই তো স্বপ্ন থাকে প্রথম সেঞ্চুরি নিয়ে। ওই রকম প্রস্তুতিই নিচ্ছিলাম, আশা করছিলাম একদিন হবে। জিম্বাবুয়েতে নিজের সেরাটা দিতে পেরেছি। ইনিংসটা দলের জন্যও ভালো হয়েছে, দল জিতেছে। জয় নিয়েই দেশে ফিরেছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টেস্টের তৃতীয় দিন হুট করেই ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, এ ফরম্যাটে বেশ কিছুদিন পর ফিরলেও এটিই হতে যাচ্ছে তার শেষ। ম্যাচ শুরুর আগেও এমন কিছু জানতেন না তার সতীর্থরা, জানিয়েছেন সাদমান, ‘হঠাৎ করেই শুনতে পেরেছি, তার মনে হয় এটাই শেষ টেস্ট। এরপর ম্যাচের (খেলার) একটু আগে জানতে পারি উনি আর খেলবেন না।’

বাংলাদেশ সময়: ৭:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com