মাস্ক কাণ্ডে কেন্দ্রীয় ঔষধাগারের ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ জুলাই) বিকেলে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে তলব নোটিশের মাধ্যমে আগামী ১৯ ও ২০ জুলাই তাদের ডাকা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সিএমএসডি-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাযশে মুন্সিগঞ্জে তৈরি করা মাস্কে এন-নাইন্টি ফাইভ সিল মেরে ভুয়া আমদানি দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করে জেএমআই।
তলব নোটিশে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় ৫ ঠিকাদার প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বাংলাদেশ সময়: ৬:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com