নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা দেশ-বিদেশে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।
‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পাওয়া এই কাউন্সিলর শনিবার বিকাল ৫টা ৩৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এরা আগে ২৩ মে খোরশেদের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
লাইভে এসে খোরশেদ বলেন, আলহামদুল্লিাহ আমি করোনায় আক্রান্ত। আপনার সবাই দোয়া করবেন। আমি শারীরিকভাবে ঠিক আছি।
নগরবাসীকে তিনি জানান, তিনি করোনায় আক্রান্ত হলেও লাশ দাফন ও সৎকার টেলি মেডিসিন সেবাসহ যে সকল মানবিক সহায়তা চালিয়ে গেছেন তা তার টিম অব্যাহত রাখবেন।
প্রসঙ্গত, এ পর্যন্ত খোরশেদ ও তার টিম ৬১ টি লাশ কবরস্থ ও সৎকার করেন। করোনার সময়ে এই কাউন্সিলরের কার্যক্রমের প্রশংসা দেশ ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায়ও উঠে আসে। তিনি ও তার স্ত্রী আক্রান্ত হলেও তার সব কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।
উল্লেখ্য এর আগে গেলো ২২ মে তার স্ত্রী লুনা করোনায় আক্রান্ত হয়। তার অবস্থা অবনতি হচ্ছে। যে কোনো সময় তাকে হাসপাতালে নেয়ার প্রয়োজন হতে পারে বলে ধারণা করছেন স্বামী কাউন্সিলর খোরশেদ।
বাংলাদেশ সময়: ৮:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com