ময়মনসিংহের ত্রিশালে মাকে নির্যাতন করায় ছেলে আরিফ হোসেনের (২০) বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আরিফ পলাতক রয়েছেন। ছেলে আরিফ অনার্সে পড়ালেখা করেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৫০)। তিনি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার এসআই বিল্লাল হোসেন বলেন, স্ত্রীকে মারধর করতেন আলী হোসেন। ঘটনার দিন ছেলে আরিফের সামনে তার মাকে মারধর করতে থাকে। এ সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। কথা না মানায় আরিফ ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কোপ দেয়। গুরুতর আহত হয় আলী হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ছেলে পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ৬:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com