জাতীয় ঈদগাহে নামাজ হয় নি। তাই মসজিদে মসজিদে ঈদের নামাজে অংশ নিয়েছেন রাজধানীবাসী। নামাজ পড়তে পাড়া মহল্লার মসজিদগুলোতে ছিল বেশ ভিড়।
নেই কোলাকুলি, করমর্দন। প্রথমবারের মতো ঈদের নামাজ পড়তে এসে মুসল্লিরা দোয়া করলেন, এমন অস্বাভাবিক অবস্থা শিগগিরই কেটে যাওয়ার।
সকালেই রাজধানীর মসজিদগুলোতে ভিড় করতে থাকেন মুসল্লিরা। তবে আগের মতো সেই প্রাণোচ্ছ্বাস নেই। শিশুদের হাত ধরে, বয়স্কদের সঙ্গে নিয়ে সপরিবারে ঈদের নামাজ পড়তে আসার চেনা সেই দৃশ্যও ছিল না। অদৃশ্য ভাইরাসের ভয়ে এ যেন এক অচেনা ঈদ।
বাসায় ওজু করে, নিজের জায়নামাজ নিয়ে, মাস্ক পরে শারীরিক দূরত্ব মেনে অংশ নিতে হবে নামাজে, এমনটাই নির্দেশনা। তবে অনেকে সেটা মানেননি।
ভিড় এড়াতে প্রতিটি মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়। নামাজ শেষে মোনাজাত করেন করোনা ভাইরাসের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায়।
মুসল্লিরা বলছেন, এর আগে এমন ঈদের নামাজ আসেনি, এমন জামাত আর কখনো না আসুক বিশ্ব ইতিহাসে, এমনটাই প্রত্যাশা তাদের।
বাংলাদেশ সময়: ২:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com