ব্রেকিং নিউজ

x


মসজিদের খুতবার বয়ানে ইমামের বিশেষ ঘোষণা

শুক্রবার, ০৮ মে ২০২০ | ৩:৫৩ অপরাহ্ণ

মসজিদের খুতবার বয়ানে ইমামের বিশেষ ঘোষণা

শর্ত সাপেক্ষে দেশের সব মসজিদ খুলে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ মে) জোহরের নামাজের পর থেকে  সারাদেশে মসজিদগুলোতে জামাতে নামাজ ও তারাবিহ পড়া যাচ্ছে। তবে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্ব নিশ্চিতসহ ১২ দফা শর্তসাপেক্ষে বৃহস্পতিবার (৭ মে) থেকে দেশের মসজিদগুলোতে সর্বসাধারণের জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সরকার।

অবশ্য মহামারি করোনার কারণে বিশ্বব্যাপী অনেকে দেশে মসজিদে জামাআত স্থগিত থাকলেও ও সীমিত আকারে জামআত ও জুমআ চালু ছিল। আবার অনেকে দেশে জুমআ ও জামাআত চালু রয়েছে।

স্বাস্থ্য সুরক্ষায় ও নিজেদের নিরাপত্তার স্বার্থে হাজীগঞ্জ আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ রা. জামে মসুজিদের ইমাম মুফতী মাওলানা মো. ফজলুল কাদের বাগদাদী জুমআ ও জামাআতে নামাজ আদায়কারী মুসল্লিদের উদ্দেশ্যে মাইকে ঘোষণা করেন। একটি জরুরী বিশেষ ঘোষণা শুনি-

– বাড়িতে থেকে সবাই ওজু করে মসজিদে আসবেন।

– বাড়িতেই সুন্নাত নামাজ আদায় করবেন।

– মসজিদে আসার সময় যার যার জায়নামাজ নিয়ে আসবেন।

– যারা হাঁচি-কাশি ও ঠাণ্ডাজনিত সমস্যায় আছেন তারা মসজিদে আসা থেকে বিরত থাকবেন।

মসজিদে জুমআ পড়তে আসা মুসল্লিদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি রক্ষায় মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান ইমাম মুফতী মাওলানা মো. ফজলুল কাদের বাগদাদী।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনায় বিশ্বের অনেকে দেশের মসজিদে জামাআত বন্ধ বা সীমিত আকারে চালু রয়েছে। মহামারি করোনার প্রাদুর্ভাবের এ সময়ে বাংলাদেশের মসজিদগুলোতে জামাআত ও জুমআ আদায়ে করণীয় ঠিক করতে ধর্মমন্ত্রণালয় আলেম-ওলামাদের পরামর্শ গ্রহণ করে।

আলেম-ওলামাদের পরামর্শক্রমে মন্ত্রণালয় মসজিদের পাঞ্জেগানা জামাআতে ৫ জন এবং জুমআ জামাআতে ১০ জনকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে আলেম-ওলামা ও মুমিন মুসলমানের দাবি প্রেক্ষিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জুমআ ও জামাআত আদায়ের অনুমতি দেয়। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থেই মহল্লার মসজিদে মসজিদে এ বিশেষ ঘোষণা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ৩:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com