রাঙামাটি শহরে বিদ্যুৎ বিভাগের একটি খুঁটি স্থানান্তরের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের ভেদভেদী এলাকায় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।
তাদের অভিযোগ, বিদ্যুৎ বন্ধ রেখে কাজ করার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ চালু রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সকালে শহরের দেবাশীষনগর এলাকায় বিদ্যুৎ বিভাগের খুঁটি স্থানান্তরের কাজে অংশ নেয় শহরের মোল্লাপাড়া এলাকার মো. বাপ্পী (২৫)। সঞ্চালন লাইনের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।তাৎক্ষণিক তাকে প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। চট্টগ্রামে নেওয়ার পর সন্ধ্যায় তিনি মারা যান।
নিহত বাপ্পী বিবাহিত এবং তার চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com