ব্রেকিং নিউজ

x


মঙ্গলবার থেকে অনলাইনে মিলবে ট্রেনের টিকেট

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | ৮:১০ পূর্বাহ্ণ

মঙ্গলবার থেকে অনলাইনে মিলবে ট্রেনের টিকেট

কোরবানির ঈদে মানুষের চলাচল শিথিল হচ্ছে। আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত কিছুটা শিথিল হচ্ছে চলমান বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে চলবে ট্রেন, তবে ফাঁকা থাকবে অর্ধেক আসন। এ লক্ষ্যে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরের পর থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের পরিচালনা শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে সোমবার (১২ জুলাই) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারোয়ার সংবাদমাধ্যমকে বলেন, ট্রেনে যাত্রার পাঁচ দিন আগে থেকে টিকেট সংগ্রহ করতে হয়। কিন্তু এবার এই নিয়ম মানা নাও হতে পারে। এ ক্ষেত্রে সরকার প্রজ্ঞাপন জারির পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। তবে আগামীকাল (মঙ্গলবার) দুপুরের পর থেকে অনলাইনে ট্রেনের টিকিট কেনা যাবে।

এর আগে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে। এ ক্ষেত্রে টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকেট দেওয়া হবে না। বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেওয়া হবে।

এদিকে করোনা রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যা শেষ হচ্ছে ১৪ জুলাই মধ্যরাতে।

বাংলাদেশ সময়: ৮:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com