ব্রেকিং নিউজ

x


ভিডিও বানাতে গিয়ে নিজের গুলিতে নিহত টিকটক তারকা

শুক্রবার, ২১ মে ২০২১ | ৬:৫৩ পূর্বাহ্ণ

ভিডিও বানাতে গিয়ে নিজের গুলিতে নিহত টিকটক তারকা

 

ভিডিও বানাতে গিয়ে ভুল করে গুলি চালিয়ে হামিদুল্লাহ নামে ১৯ বছর বয়সী এক টিকটক তারকার মৃত্যু হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবার (১৯ মে) খাইবার পাখতুনখোয়া প্রদেশে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, যারা ভিডিও করছিলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই সেই বন্ধুরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান হামিদুল্লাহকে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, তরুণ প্রথমে বন্দুকে গুলি ভরছে। তার পর মজা করে আত্মহত্যা করার নাটক করতে গিয়েই গুলি চালিয়ে ফেলেন। সরাসরি মাথায় গুলি লাগে তার।

বাংলাদেশ সময়: ৬:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ মে ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com