ব্রেকিং নিউজ

x


ভিক্ষুক নাজিম উদ্দিনের প্রশংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার, ২৭ এপ্রিল ২০২০ | ১:৪৪ অপরাহ্ণ

ভিক্ষুক নাজিম উদ্দিনের প্রশংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা করোনা দুর্গত মানুষের জন্য দান করা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নাজিম উদ্দিনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজশাহী বিভাগের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে তিনি এ প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী ভিক্ষুক নাজিম উদ্দিনকে নিয়ে বলেন, জীবনের শেষ সঞ্চয়টুকু দান করে নাজিম উদ্দিন সারাবিশ্বে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের মানুষের মধ্যে এখনও এই মানবতাবোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি বিত্তশালীরা হাহুতাশ করেই বেড়ায়। তাদের মানবতাবোধ কম।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, আপনারা দেখেছেন। একজন ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। আগে টুকটাক কিছু করত। এখন করতে পারে না। দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায়। ভিক্ষা করে ১০ হাজার টাকা জমা করেছিল, থাকার ঘর ঠিক করবে বলে। তার গায়ে ভালো জামা নেই। খাবারও ঘরে ঠিকমতো নেই। সেই মানুষ তার জমানো টাকা তুলে দিয়েছেন করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের জন্য।

ঝিনাইগাতির নাজিম উদ্দিনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাজিম উদ্দিন, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত।

বাংলাদেশ সময়: ১:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com