ব্রেকিং নিউজ

x


বিশ্ব ভোক্তা অধিকার দিবস ১৫ মার্চ

সোমবার, ১৫ মার্চ ২০২১ | ৯:২৫ পূর্বাহ্ণ

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ১৫ মার্চ

আগামিকাল ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে । ‘মুজিববর্ষে শপথ করি ; প্লাস্টিক দূষণ রোধ করি ’এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামিকাল ১৫ মার্চ চাঁদপুরে ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে । এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসন বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় চাঁদপুর সার্কিট হাউজের সামনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে । চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর উদ্বোদন করবেন।

অতঃপর সার্কিট হাউসে সকাল ১০ টা ২০ মিনিটে সংক্ষিপ্ত ও স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।

সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ও উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

চাঁদপুর জেলা প্রশাসনসহ চাঁদপুর চেম্বার কমার্সের সভাপতি , সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, চাঁদপুরের ব্যবসায়ী এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে ।

বাংলাদেশ সময়: ৯:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com