ব্রেকিং নিউজ

x


বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মারা গেছেন দুই শতাধিক বাংলাদেশি

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | ৭:৫৫ পূর্বাহ্ণ

বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মারা গেছেন দুই শতাধিক বাংলাদেশি

করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ২০০ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাষ্ট্রে। রোববার পর্যন্ত দেশটিতে অন্তত ১৩১ জন বাংলাদেশি মারা গেছেন।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যেও মারা গেছেন উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি। গত সোমবার বিকেল পর্যন্ত সেখানে অন্তত ৪৮ জন বাংলাদেশি মারা গেছেন।

প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় ও কূটনৈতিক সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৩১ জন, যুক্তরাজ্যে ৪৮, ইতালিতে ৬ জন, কানাডায় ৪ জন, সৌদি আরব ও স্পেনে ৩ জন করে, কাতারে ২ জন এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে মারা গেছেন। অর্থাৎ সব মিলিয়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১১টি দেশে ২০১ জন বাংলাদেশি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ৭:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com