ব্রেকিং নিউজ

x


বিশ্বব্যাংকের সদর দফতরে নৌকার গান নোঙর তোল তোল

মঙ্গলবার, ০২ মে ২০২৩ | ৭:৫২ পূর্বাহ্ণ

বিশ্বব্যাংকের সদর দফতরে নৌকার গান নোঙর তোল তোল

‘নোঙর তোল তোল সময় যে হল হল, নোঙর তোল তোল’- নৌকার গান খ্যাত মহান মুক্তিযুদ্ধকালের অনবদ্য সৃষ্টি ও দেশাত্মবোধক জনপ্রিয় সংগীতটি এবার শোনা গেল বিশ্বব্যাংকের সদর দফতরে।
ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার (১ মে) বিশ্বব্যাংক সদর দফতরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘নোঙর তোল তোল’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।

স্থানীয় সময় সোমবার (১ মে) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দফতরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গানটির সঙ্গে নৃত্য পরিবেশিত হয়।

দেশ ও দেশের মাটিকে ভালোবেসে রচিত হয়েছে অসংখ্য গান। এগুলোকে দেশাত্মবোধক বা দেশপ্রেমমূলক গান বলা হয়। মুক্তিযুদ্ধে অনুপ্রেরণার অন্যতম উৎস ছিল এসব দেশাত্মবোধক গান, যার মধ্যে অন্যরকম এক উদ্দীপনা খুঁজে পেত দেশের মুক্তিকামী মানুষ। ‘নোঙর তোল তোল’ তেমনি একটি গান।

জাপান সফর শেষে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেয়াই তার এবারের যুক্তরাষ্ট্র সফরের প্রধান লক্ষ্য।

দিনটি ছিল বাংলাদেশ ও বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছর পূর্তি। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে সকাল থেকে বিশ্বব্যাংক সদর দফতরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম কর্মসূচি হিসেবে এদিন সকালে জাতিসংঘ সদর দফতরে একটি ছবি প্রদর্শনী উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

অনুষ্ঠানে দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে সেই পদ্মা সেতুর ছবি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছর উদ্‌যাপনে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাতে নৃত্যের সঙ্গে সঙ্গে পরিবেশিত হয় নৌকার গান ‘নোঙর তোল তোল’ গানটি। মঞ্চের সামনে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বসে গানটি উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ৭:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com