আন্তর্জাতিক বাজারে টানা তিন দিন বৃদ্ধির পর আবার কমতে শুরু করেছে সোনার দাম। শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি আউন্স সোনার দাম নেমে আসে ১৯০১.৭২ ডলারে। যা আগের দিনের তুলনায় ৪.২১ ডলার কম।
আন্তর্জাতিক বাজারের সোনার দামের হাল-নাগাদ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গোল্ড প্রাইসের তথ্যে দেখা যায়, গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববাজারে এক আউন্স সোনা বিক্রি হয় ১৯০৫.৯৪ ডলারে। এর আগের দিন ২১ অক্টোবর (বুধবার) প্রতি আউন্স সোনার দাম ছিল ১৯২৫.৬০ ডলার। অর্থাৎ শুক্রবার সোনার দাম ৪ ডলার কমার আগের দিনও প্রতি আউন্সে কমে ১৯.৬৬ ডলার। তবে, ২১ অক্টোবর বাজার উর্ধমুখী ছিল। এদিন ১৬.৭৪ ডলার বাড়ে এক আউন্স সোনার দাম। ২০ অক্টোবর প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৫.৬৪ ডলার। এদিন, সবশেষ দাম দাঁড়ায় ১৯০৮.৮৬ ডলারে। দাম বেড়েছে ২০ অক্টোবরও। এদিন এক আউন্স সোনার দাম ১৮৯৮.২৪ ডলার থেকে বেড়ে দাঁড়ায় ১৯০৪.১৭ ডলারে।
এই ওঠা-নামায় অস্থিরতার মধ্যেই গত এক মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৩৭.৯০ ডলার আর গেল ৬ মাসে বেড়েছে ১৮০.৫৩ ডলার। ৪০৭.০৫ ডলার বেড়েছে এক বছর ব্যবধানে আর ৫ বছরে এক আউন্স সোনার দাম বেড়েছে ৭৩৮.৯৫ ডলার।
বাংলাদেশ সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com