ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ বুঝিয়েছে যে, ওরা উন্নতির রাস্তায় আছে। বিশ্বকাপে তারা প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে।
বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিসহ পাঁচটি ফিফটির সাহায্য ব্যাট হাতে ৬০৬ রান সংগ্রহ করেন সাকিব আল হাসান। বল হাতেও কম যাননি বিশ্বসেরা এ অলরাউন্ডার। ৮ ম্যাচে সাকিবের সংগ্রহ ১১ উইকেট।
সাকিব আল হাসান প্রশংসা করে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব বলেন, সাকিব হলো দুনিয়ার সেরা অলরাউন্ডার। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের সঙ্গে ও লড়াই করেছে। ওর স্পিন বোলিং ছিল এফেক্টিভ।
বিশ্বকাপে ১০ ম্যাচে ২৭ উইকেট শিকার করে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার মিচেল স্টার্ক। তার ঠিক পরেই আছেন মোস্তাফিজুর রহমান। তিনি আট ম্যাচে ২০ উইকেট শিকার করেন।
মোস্তাফিজ সম্পর্কে কপিল দেব বলেন, মোস্তাফিজকে আরও খাটাখাটুনি করতে হবে।
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাংলাদেশ দলকে ভালো করার পরামর্শ দিয়ে কপিল দেব বলেন, আমি চাইব, কোনও নেতিবাচক আলোচনায় না ঢুকে ওরা যেন কয়েকটা বড় ক্রিকেটার তৈরি করার দিকে মন দেয়। ওজনদার ক্রিকেটার ছাড়া বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জেতা যায় না।
সূত্র : যুগান্তর
বাংলাদেশ সময়: ২:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০১৯
protidin-somoy.com | Homiyon
Development by: webnewsdesign.com