হাজীগঞ্জ উপজেলার মৈশাইদ বড় খলিফা বাড়ীর জসিম হোসেন(২২) পিতা চুন্নু মিয়া, অদ্য সকাল ৯ ঘটিকার সময় নির্মানাধীন বিল্ডিংয়ে পানি দেওয়ার সময় মটারের লাইন সংযোগ করতে গেলে হাতের আঙ্গুলে বিদ্যুৎতে সর্ট লেগে মৃত্যু বরণ করে। মৃত্যু জসিম হোসেনের মাতা নাসিমা বেগম আজকের দেশকন্ঠ পত্রিকাকে জানান আমার ছেলে বিগত ১ মাস যাবৎ মৈশাইদ মজুমদার বাড়ীর মোশারফ হোসেনের বিল্ডিংয়ে রাজ মিস্ত্রির কাজ করে আসছে।সে প্রতিদিনের ন্যয় অদ্য সকাল ৮ ঘটিকার সময় বাড়ী থেকে বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে মজুমদার বাড়ীতে আনুমানিক সময় ৯ ঘটিকায় আমার ভাইয়ের ছেলে আক্তার হোসেনের কাছে শুনতে পাই জসিম হোসেন বিদ্যুতে সর্ট খেয়েছে তাৎক্ষনিক আক্তার হোসেনসহ স্থানীয় লোকজনের সহায়তায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্খ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান মৃতের মার অভিযোগ অনুযায়ী আমরা অপমৃত মামলা রজ্জু করি।
বাংলাদেশ সময়: ৬:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com