দায়িত্বভার বুঝে নিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আর বিদায় নিয়েছেন সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তবে সদ্য বিদায়ী আইজিপি আশাবাদ ব্যক্ত করেছেন, ‘নতুন আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।’
ড. জাবেদ পাটোয়ারীর সম্মানে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষ কৃষ্ণচূড়ায় এক সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপিকে একজন সফল আইজিপি আখ্যায়িত করে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ড. পাটোয়ারীর পরবর্তী কর্মজীবনের সাফল্য এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।
বিদায়ী আইজিপি তার কর্মকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
নবনিযুক্ত আইজিপিকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে জাবেদ পাটোয়ারী বলেন, ‘তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী আরও জনবান্ধব হিসেবে গড়ে উঠবে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।’
অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, ঢাকা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেছিলেন ড. জাবেদ পাটোয়ারী। ২৯ তম আইজিপি হিসেবে তৎকালীন এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। দুই বছরের বেশি সময়ে ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন পুলিশের এ কর্মকর্তা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী জাবেদ পাটোয়ারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে। ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরিতে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে জাবেদ পাটোয়ারীর।
বাংলাদেশ সময়: ৫:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com