ব্রেকিং নিউজ

x


বাসায় খাবার পৌঁছে দেবেন নায়িকা :চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত

সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | ৭:৫৮ পূর্বাহ্ণ

বাসায় খাবার পৌঁছে দেবেন নায়িকা :চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত

অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এদেশের শিল্পী সমাজ। নিজের অবস্থান থেকে অনেকেই কাজ করছেন।

অসহায় গরীবদের সরকারী ও ব্যক্তি উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। কিন্তু মধ্যবিত্তদের অবস্থাও যে করুণ হয়ে উঠেছে। ঘরে খাবার ফুরিয়ে এসেছে। তারা এখন জীবন চালাতে হিমশিম খাচ্ছেন।

এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। তাদের কথা ভেবেই নতুন উদ্যোগ নিয়েছেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত। নিজের অফিশিয়াল ফ্যানপেজে বিষয়টি পোস্ট করে জানান তিনি।

মিষ্টি জানান, যে সকল মানুষ খাদ্যাভাবে ঘরে চুলা জ্বালাতে পারছেন না, তাদের জন্য আমি একটি নতুন উদ্যোগ নিয়েছি। আমার গঠিত ‘জান্নাত সমাজ কল্যাণ সংস্থা’র মাধ্যমে যাদের খাবারের প্রযোজন তারা- ০১৪০০৪৯৯৪৪২ এই নাম্বারে যোগাযোগ করলে তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়া হবে।

সম্প্রতি এই নায়িকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে চাল, ডাল হস্তান্তর করেছেন স্বল্প আয়ের শিল্পী-কলাকুশলীদের জন্য। এরইমধ্যে ঢাকা ও খুলনা শহরের আশেপাশের সুবিধা বঞ্চিত ১ হাজার মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন।

বাংলাদেশ সময়: ৭:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com