লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে কাঁদছে বার্সা সমর্থকেরা। তোলপাড় চলছে গোটা ফুটবল দুনিয়ায়। বার্সা ছেড়ে মেসি কোন ক্লাবে যোগ দেবেন এ নিয়ে চলছে গুঞ্জন।
তবে মেসি আজ সবকিছু পরিষ্কার করে জানিয়ে দেবেন বার্সেলোনায় নিজের সবশেষ সংবাদ সম্মেলনে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এই সংবাদ সম্মেলন।
গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনা থেকে জানানো হয়, ইচ্ছে থাকলেও ক্যাম্প ন্যু ছাড়তে হচ্ছে মেসিকে। মেসির ক্লাব ছাড়া নিয়ে গতকাল শনিবার বিস্তারিত ব্যাখ্যা দেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
তিনি বলেছেন, মেসির সঙ্গে পুনরায় চুক্তিতে গেলে ঝুঁকিতে পড়বে ক্লাব। এছাড়া আগামী ১৫ আগস্ট থেকে লা লিগার নতুন মৌসুম শুরু। চুক্তি নবায়ন করলে লিগ শুরুর আগে অনেক বড় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই মেসি ও বার্সার সমঝোতায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে দুইপক্ষ।
বাংলাদেশ সময়: ৭:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ আগস্ট ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com