মাতা-পিতার ভরণ-পোষণ না করার দায়ে সুনামগঞ্জের শাল্লায় একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গুলিস্তানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাল্লা থানা পুলিশ জানায়, উপজেলার হবিবপুর ইউনিয়নের টুকচানপুর গ্রামের মো. আব্দুল আলী মিয়া নিজে বাদী হয়ে তার ছেলে দবিরুল ইসলাম (২৫) এর অসদাচরণে ইতিপূর্বে শাল্লা থানায় লিখিত অভিযোগ করেন। পিতার অভিযোগের প্রেক্ষিতে শাল্লা থানার এসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গত শুক্রবার ২৮ মে রাতে দবিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মুক্তাদির হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
শনিবার (২৯ মে) সাজাপ্রাপ্ত দবিরুল ইসলামকে শাল্লা থানা থেকে সুনামগঞ্জ জেলে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com