বজ্রাঘাতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম সাইফুল হক খান ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান মারা গেছেন।
আজ ২০ এপ্রিল সোমবার দুপুরে সাইড থেকে কাজ শেষে ডামুড্যা অফিসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ডামুড্যা উপজেলা পল্লি বিদ্যুতের এজিএম সাইফুল হক খানের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। আর সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের বাড়ি যশোর জেলায়। তারা দুইজনেই ডামুড্যা পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন।
এদিকে, নিহতের স্বজনরা জানিয়েছেন, তাদের লাশ নিজ নিজ গ্রামের দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com