ব্রেকিং নিউজ

x


বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ | ৩:১১ অপরাহ্ণ

বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নড়াইলে বজ্রাঘাতে ইয়াছিন শিকদার (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ঘোড়াখালী মোড়ের পাশের বিলের মাঝে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ইয়াছিন শিকদার নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের লুৎফর শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ইয়াছিনসহ ৫-৬জন কৃষক ঘোড়াখালী মোড়ের পাশের বিলে ধান কাটার জন্য যায়।

ধান কাটা অবস্থায় সকাল ১০টার দিকে বৃষ্টিসহ বজ্রাঘাত ইয়াছিনের শরীরের পড়লে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এ সময় ইয়াছিনের সঙ্গে থাকা কৃষকরা চিকিৎসার জন্য দ্রুত তাকে নিয়ে সদর হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে বজ্রাঘাতের সময় ইয়াছিনের সঙ্গে থাকা অন্য কৃষকরা অক্ষত আছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন ঘটনার বজ্রাঘাতে ইয়াছিন শিকদার নামের একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ৩:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com