লক্ষ্মীপুরে ব্যাঙ্গাত্মকভাবে বঙ্গবন্ধুকে উপস্থাপন করে টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচার করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে রায়পুর উপজেলার সোনাপুর গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম আমিরুল ইসলাম জনি (২৪)। তিনি ওই গ্রামের নুর মিয়া হাফেজ বাড়ির শাহজাহানের ছেলে। মামলাটির বাদি হয়েছেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন ভূঁইয়া।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, যুবক জনি তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘তাহসিন আহমেদ (ছোট সাহেব)’ ব্যবহার করে দুইশ টাকার নোটের মধ্যে বঙ্গবন্ধুর ছবির মুখমণ্ডলকে ব্যবহার করে ব্যাঙ্গাত্মকভাবে অঙ্গভঙ্গি করে। তার আইডিতে ‘শেখ মুজিবের নতুন গান’ নামে বিভ্রান্তিমূলক একটি গান দিয়ে টিকটক ভিডিও করে ফেসবুকে পোস্ট করা হয়।
কৃষক লীগ নেতা শাহীন ভূঁইয়া বলেন, ব্যাঙ্গাত্মকভাবে বঙ্গবন্ধুকে উপস্থাপন করে যুবক জনি জাতির পিতার প্রতি অবমাননা করেছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাতে আমি বিষয়টি ফেসবুকে পেয়ে শুক্রবার সকালে মামলাটি দায়ের করি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড শুনানি না হওয়ায় তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত।
বাংলাদেশ সময়: ৬:১২ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com