নেত্রকোণার কেন্দুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় মিজানুর রহমান নামে এক স্কুলশিক্ষক বরখাস্ত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি বৈঠকে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত হয়।
মিজানুর রহমান পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। ময়মনসিংহের নান্দাইল উপজেলা দুরুয়া গ্রামের বাসিন্দা তিনি।
জানা গেছে, ভিপি নুরুল হক নুরুর দল ‘গণ-অধিকার পরিষদ’ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন মিজানুর রহমান। গত ২১ মে তার ব্যক্তিগত ফেসবুকে ‘আগে শেখ হাসিনার পতন, তারপর জাতীয় নির্বাচন’ লিখে স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি ভাইরাল হয়। এই আপত্তিকর স্ট্যাটাস দেখে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
মজলিশপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ জানান, মিজানুর রহমান গত ২১ মে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে আপত্তিকর স্ট্যাটাস করায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এক জরুরি বৈঠকে বসেন। তার কর্মকাণ্ডের বিষয়ে দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণ করে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাকে পত্র মারফত বিষয়টি জানানো হবে বলে জানান প্রধান শিক্ষক।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান জানান, এটা মনের অজান্তে হয়ে গেছে, বিষয়টি নিয়ে খুব বিপাকে আছি। এই সময়ে তার আইডিটা হ্যাক হয়েছিল বলেও দাবি করেন এ শিক্ষক।
বাংলাদেশ সময়: ৭:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com