ফেনীর সোনাগাজীতে নারী সেজে প্রেমের অভিনয়ে প্রতারণা করার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় গত এক সপ্তাহে সোনাগাজী থানা পুলিশ ছয় যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভুক্তভোগী পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রেফতারকৃতরা সবাই ছাত্রলীগ পরিচয়ধারী কর্মী। তারা ফেসবুকে নারীর ছবি এবং নারী কণ্ঠ ব্যবহার করে বিভিন্ন জনকে প্রতারণার মাধ্যমে বন্ধু হওয়ার আমন্ত্রণ জানায়। এরপর তাদের সঙ্গে বন্ধুত্ব করে ফোন নম্বর নেন। পরে ফোনে নারীকণ্ঠে কথা বলে সোনাগাজীতে ডেকে এনে জিম্মি করে টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দেন।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় এমনই এক ঘটনা ঘটে সোনাগাজী-কাশ্মির বাজার সড়কের পৌরসভার চর গনেশ এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, মো. আইয়ুব খান (২৮) নামের এক এনজিও কর্মীকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয় কথিত ছাত্রলীগ কর্মী ইমাম হোসেন, মশিউর রহমান, ফখরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিকসহ আরো কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হলে রাতেই ইমাম, মশিউর ও ফখরুলকে গ্রেফতার করে পুলিশ।
আইয়ুব খানের দাবি, তাকে জিম্মি করে ১২ হাজার ৪০০ টাকা, একটি মোবাইলসহ তার সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিনিয়ে নিয়েছেন আসামিরা। পরে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ফেলে চলে যান। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অন্য দিকে গত ২১ মে রাত ৯টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া গ্রামের স্কেভেটর চালক মো. শামীম হোসেনকে পুকুর সংস্কার করে মাটি কাটার কথা বলে মোবাইলে মারুফ হোসেন প্রীতম নামের এক ব্যক্তি ডেকে নেয়।
এ সময় তার প্যান্টের পকেটে থাকা সাড়ে ২৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছেন।
তারা হলেন, চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের শফি মাস্টার বাড়ির মাঈন উদ্দিন হকের ছেলে মারুফ হোসেন প্রীতম (২৩), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের পুরাতন শেখ বাড়ির মৃত শেখ নিজাম উদ্দিন মিলটনের ছেলে শেখ মিরাজ উদ্দিন রিফাত (২২) ও একই গ্রামের আবু তাহের কন্ট্রাক্টরের ছেলে তানভীর হোসেনকে (২২) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
এ ব্যাপারে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন বলেন, বর্তমানে সোনাগাজীতে তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। সুবিধাভোগীরা ছাত্রলীগের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা করতে পারে।
পৌরসভা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন বলেন, দলে অনুপ্রবেশকারীরা ছাত্রলীগের নাম ভাঙিয়ে ছাত্রলীগকে কলঙ্কিত করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা প্রশাসনকে সহযোগিতা করছি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা স্বীকার করেছেন একইভাবে তারা আরো কয়েকজনের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছেন।
বাংলাদেশ সময়: ৬:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com