ব্রেকিং নিউজ

x


ফুটবল খেলার সময় ৪ জনের, মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃত্যু

মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ | ৭:২৫ পূর্বাহ্ণ

ফুটবল খেলার সময় ৪ জনের, মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃত্যু

 

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে ৪ জন ও মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সাতজন মারা গেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আসাদ। তিনি জানিয়েছেন সোমবার (২৩ আগস্ট) বিকেলে এই দু্ইটি ঘটনা ঘটে। সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে আরেকটি চিরিবন্দর এলাকায়।

মো. আসাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুপুরে বৃষ্টির মধ্যেই এলাকার শিশুরা মাঠে ফুটবল খেলতে নামে সেখানে চারজন। চিরিবন্দর এলাকায় মাছ ধরতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর উপশহরে বজ্রাঘাতের ঘটনা ঘটলে স্থানীয় সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হয় আরও ৩ জন। তারা হলো বাবলুর ছেলে আটিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল(১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)। আহত তিন শিশুর মধ্যে আতিক এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়া পাড়ায় পুকুরে মাছ ধরার সময় স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২) বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় ৫নং আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, বজ্রাঘাতে তাদের মৃত্যু হলে তারা পুকুরে ডুবে যায়। এলাকাবাসি পরে পানিরে নিচ হতে তাদের উদ্ধার করে। বজ্রপাতে আল মামুন (২৩) নামে একজন আহত হয়েছেন।

এদিকে দুটি বজ্রাঘাতে ৭জন নিহতের ঘটনায় এলাকা দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ৭:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com