ব্রেকিং নিউজ

x


প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্বাসকষ্টে মৃত্যু

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ৭:২৫ অপরাহ্ণ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্বাসকষ্টে মৃত্যু

 

হাজীগঞ্জ উপজেলায় শ্বাসকষ্টে কাজী মাও. এনায়েত উল্যাহ (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার কাঁকৈতলা কাজীবাড়িতে তার মৃত্যু হয়।

মৃত মাও. এনায়েত উল্যাহ গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগে ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন। এনায়েত উল্যাহ হাজীগঞ্জ উপজেলার কাঁকৈতলা কাজীবাড়ির বাসিন্দা।

মৃত শিক্ষকের সহকর্মী মাও. শাহ আলম আল কাদেরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষক এনায়েত উল্যাহর শ্বাসকষ্ট, কিডনিজনিত সমস্যা ও স্ট্রোকের রোগী ছিলেন। মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি মারা যান।

তিনি স্ত্রী, এক ছেলেসন্তানসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ৭:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com