প্রশাসন অনুমতি না দিলেও আগামী ২৭ মে যশোরে জনসভা করবে বিএনপি। সরকারপন্থিদের হুমকি ধমকিতে পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটবে না তারা।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘১০ দফা দাবিতে সারা দেশে বিএনপির জনসমাবেশ হচ্ছে। আগামী ২৭ মে যশোরের জনসমাবেশ দিয়ে এ কর্মসূচি শেষ হবে। কর্মসূচি সফল করতে প্রস্তুতি শুরু করতেই বিএনপি নেতাকর্মীদের গণহারে আটক শুরু করেছে পুলিশ। জনসভার জন্য যশোর টাউন হল ও ঈদগাহ মাঠের জন্য আবেদন করা হলেও তা দেয়া হচ্ছে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা আশাবাদী, প্রশাসন অনুমতি দেবে। এখনও অনেক প্রস্তুতি বাকি। ফলে প্রশাসন মাঠ না দিলেও আগামী ২৭মে যশোরে জনসভা হবে। এ জনসভা বানচাল করতে সরকারপন্থিরা যে হুমকি ধমকি দিচ্ছে তাতে পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটব না আমরা।’
আরও পড়ুন:যশোরে কলেরার প্রাদুর্ভাব
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহিদ ইকবাল, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৬:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com