মুজিব জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপনে অংশ নিতে বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারও এনেছেন রামনাথ কোবিন্দ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ভারতের রাষ্ট্রপতি ঘরোয়াভাবে নিজেদের তৈরি করা মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন প্রধানমন্ত্রীর জন্য। প্রধানমন্ত্রী তা সাদরে গ্রহণ করেছেন।
এদিকে তিন দিনের এই সফরে রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভারতীয় ফার্স্ট লেডি এবং তাদের মেয়ে, ভারতের শিক্ষামন্ত্রী, দুজন সংসদ সদস্য এবং ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
আগামী ১৭ ডিসেম্বর দুপুর তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ৭:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com