বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ার অপরাধে ইসমাইল হোসেন (২১) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার লড়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
আটক শিক্ষককে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ইসমাইল হোসেন লড়ারকুল গ্রামের মোস্তফা মৃধার ছেলে। তিনি লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদরাসার শিক্ষক।
কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেলিম মহলদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে একটি ফেসবুক পেজে পোস্ট দেয় ইসমাইল হোসেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জাকির হাজরা নামে এক ব্যক্তি পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জাকির হাজরা বাদী কচুয়া থানায় মামলা দায়ের করেন। পরে ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ৭:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com