আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ। আজ সোমবার (২২ মে) বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও সদস্য সচিব জাকির হোসেন সোহেলের নেতৃত্বে মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার শেখ সিটির সামনে থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পশ্চিমবাজারস্থ শেখ সিটির সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাকির হোসেন সোহেল বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর কিছু হলে জ¦লবে ঘরে ঘরে, হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৫ নং সদর যবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, যুবলীগ নেতা ও পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর নুরনবী সুমন, ৯ নং গন্ধর্ব্যপুর যবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব, ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়ন যবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ২ নং বাকিলা ইউনিয়ন যবলীগের সভাপতি ইব্রাহীম খান রনি, ৬নং বড়কুল ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, ১১ নং ইউনিয়ন যবলীগের সভাপতি বাবলু মজুমদার, সাবেক ছাত্রনেতা রাজন সাহা, আলী রাজ নিপু, মাস্টার হারুন, ৫নং সদর উত্তর যুবলীগের সভাপতি মনির হোসেনসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ৮:০১ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com