রুরাল মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটিড (আরসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহানকে প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)সকাল ১০টায় লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের আজবপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
লালমাই থানার ওসি (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আইয়ুব বলেন, মোহাম্মদ শাহজাহানকে ৯টি প্রতারণা ও চেক জালিয়াতির মামলার ওয়ারেন্টভুক্ত এবং ৩টি মামলার সাজাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com