আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের তার সুইস ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার হাতে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন এবং পুলিশকে ৫০০ কোটি টাকা দেবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) ডিবি কার্যালয়ে মুসাকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ।
তিনি বলেন, আজ মুসা বিন শমসেরকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতারক কাদেরকে কেন তিনি উপদেষ্টা বানালেন, কেন ২০ কোটি টাকার চেক দিলেন? আমার কাছে মুসাকে রহস্যময় মানুষ মনে হয়েছে। কাদেরের সাথে উনার ছেলের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
যুগ্ম-পুলিশ কমিশনার হারুন বলেন, একপর্যায়ে ৮২ মিলিয়ন ডলার প্রসঙ্গে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেছেন, তার সুইস ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার হাতে পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।
বাংলাদেশ সময়: ৮:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com