গাজীপুর মহানগরীর টঙ্গীতে আগ্নেয়াস্ত্রসহ নূর মির্জা আক্তার বর্ষা (২০) নামের এক যুবতীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর সদস্যরা। বুধবার (১৭ মার্চ) দুপুরে ওই যুবতীর ৭ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুন্দরমদন গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
বর্ষার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এ ঘটনায় বর্ষার নামে টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বর্ষা টঙ্গীর আউচপাড়া কলেজগেট এলাকায় মহাসড়কের পাশে অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে র্যাব-১০ এর সদস্যরা অভিযান চালায় ওই এলাকায়। এসময় তাকে গ্রেপ্তার করে পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব সদস্যরা তাকে থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ৬:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com