প্রবাসীদের জন্য সু-খবর এসেছে। তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হলে তা এক বছর বাড়াতে চাইলে কোনো ধরনের ‘ফি’ লাগবে না বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনদিনের সৌদি আরব সফর শেষে বুধবার (১০ মার্চ) ঢাকায় ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ ১ বছর বাড়ানোর জন্য ফি লাগবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এমন প্রস্তাব দিলে তা গৃহীত হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শাহরিয়ার আলম আরও বলেন, বর্তমানে প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বৃদ্ধিতে ২৫ ডলার ফি লাগে। সৌদিতে অনেক প্রবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা করোনার টিকা নিতে পারবেন। এ বিষয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com