ব্রেকিং নিউজ

x


পাবনায় হাসপাতাল থেকে ৬ দালাল আটক

বুধবার, ২৭ অক্টোবর ২০২১ | ৭:৪৭ পূর্বাহ্ণ

পাবনায় হাসপাতাল থেকে ৬ দালাল আটক

 

পাবনা সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ছয় জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) পরিচালিত অভিযানে ধৃতরা হলো শালগাড়িয়া মহল্লার আব্দুল হান্নানের ছেরে পিন্টু (৩২), একই মহল্লার মৃত মহররমের ছেলে রাসেল (২৫), ছাতিয়ানী মহল্লার মৃত আমিন উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৪০), কবিরপুরের মসিদুল ইসলামের ছেরে উজ্জল ফকির (৩০), শালগাড়িয়ার মৃত রিয়াজ হোসেনের ছেরে শাকিল (২০) ও একই এরাকার আব্দুল মজিদের ছেলে সোহাগ (২৯)।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, হাসপাতালে আসা রোগী ও রোগীদের স্বজনেরা এদের কাছে হয়রানি হচ্ছিলো বলে অভিযোগ রয়েছে। এধরনের দালাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ৭:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com