পাঠ্যবইয়ে কেউ ভুল করে থাকলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
নতুন ছাপানো পাঠ্যবইয়ে কেউ ভুল করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ব্র্যাকের শিক্ষাতরী উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ব্র্যাকের শিক্ষাতরী উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীরপাড়ে ব্র্যাকের শিক্ষাতরী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রতিবছর ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৬৫টি নতুন পাঠ্যবই ছাপাতে হয়। তবে এসব বইয়ের কোনোটিতে কেউ যদি অনিচ্ছাকৃত ভুল কিংবা ইচ্ছাকৃত ভুলও করে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বানর অথবা সিম্পাঞ্জি থেকে মানুষের সৃষ্টি, এমন কোনো কথা পাঠ্যবইয়ে নেই। একটি মহল এসব নিয়ে গুজব ছড়াচ্ছে।’
তিনি বলেন, আমরা আসলে শিশুদের কী শেখাচ্ছি। তাদের যেমন পাঠ্যবইয়ের সঙ্গে পরিচিতি করছি একই সঙ্গে মানবিক এবং মূল্যবোধ সম্মত মানুষ হতেও শিক্ষা দিচ্ছি। এর সঙ্গে আনন্দ এবং খেলাধুলার মাধ্যমে বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান এমন আরও অনেক বিষয় শিক্ষা দেয়া হচ্ছে।
ভাটি এলাকার সুনামগঞ্জ থেকে শুরু করে দক্ষিণের বরিশাল পর্যন্ত নদী ও হাওরের এমন ১১টি জেলায় এই শিক্ষাতরী ঘুরে বেড়াবে। এসময় প্রতিটি এলাকায় ১০দিন করে অবস্থান করবে মূল্যবোধ, বিজ্ঞান ও গণিত নামে এই তিন শিক্ষাতরী।
অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এসময় চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীপাড়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
ব্র্যাকের পরিচালক সফি রহমান খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন, ব্র্যাকের শিক্ষা বিভাগের প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, আল আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহছানউল্যাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ৭:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com