ব্রেকিং নিউজ

x


পাঁচ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর

সোমবার, ১৩ জুলাই ২০২০ | ৬:৩৯ পূর্বাহ্ণ

পাঁচ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর

 

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষার অনুমোদন দেয়া পাঁচটি প্রতিষ্ঠানের অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক চিঠিতে স্থগিতের কথা জানানো হয়।

যেসব প্রতিষ্ঠানের অনুমোদন স্থগিত করা হয়েছে সেগুলো হলো- শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ, থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার ও এপিক হেলথকেয়ার।

ওই চিঠিতে আরও বলা হয়, হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারকে কোভিড-19 আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষার অনুমোদন দেয়া হলেও এখন পর্যন্ত কাজ শুরু করতে ব্যর্থ হয়েছে। সে জন্য কোভিড-19 আরটিপিসিআর পরীক্ষার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হলো।

তবে হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরি কোভিড-19 আরটিপিসিআর পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত করে আবারও অধিদপ্তরে অনুমোদনের জন্য আবেদন করতে হবে। আরটিপিসিআর ও আমদানি করা কীটের অনাপত্তি পত্র ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নিতে হবে। অধিদপ্তর সরেজমিনে পরিদর্শন শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com