ব্রেকিং নিউজ

x


নেপালের বিপক্ষে সাবিনা-কৃষ্ণাদের হার

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ | ৭:৫০ পূর্বাহ্ণ

নেপালের বিপক্ষে সাবিনা-কৃষ্ণাদের হার

 

দীর্ঘ আড়াই বছর পর আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে নেপালের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ম্যাচ হারলেও স্বাগতিকদের বিপক্ষে লড়াই করার চেষ্টা ছিল সাবিনা-কৃষ্ণাদের।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিফা টায়ার-১ সিরিজের প্রথম ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় নেপাল। বিরতির পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি। ম্যাচের ১৩ মিনিটে সবিতা রানীর গোলে এগিয়ে যায় নেপাল। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি রাই। ৮২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার বদলি হিসেবে মাঠে নেমে তহুরা খাতুন প্রথম বল ধরেই গোল করে ব্যবধান কমান।

রোববার (১২ সেপ্টেম্বর) দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। নেপাল সফর শেষে সেখান থেকেই উজবেকিস্তানে রওনা দেবে বাংলাদেশ দল। উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে এই বাছাই পর্ব শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ৭:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com