দেশ যখন উন্নয়নের ধারায় তখন নির্বাচন বয়কটের নামে কেন বাসে আগুন, প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নির্বাচন বর্জনের নামে অনেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
রোববার জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন নিয়ে বিশেষ আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যে নেতার এক সিদ্ধান্তে সাত কোটি বাঙ্গালী স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো, যার বজ্রকণ্ঠ আজো প্রেরণা যোগায়।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন নিয়ে জাতীয় সংসদে আলোচনার বিরল সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্যরা। প্রেসিডেন্ট বক্স থেকে অধিবেশন প্রত্যক্ষ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য ও কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান সংসদ নেতা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৪ নভেম্বর জাতীয় সংসদে যে ভাষণ দেন তা প্রচার করা হয়।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’ নামে প্যাভিলিয়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশকে স্বরণীয় করে রাখতে বিকেলে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন। উদ্বোধনের সময় প্যাভিলিয়নের বিশাল পর্দায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের পুরো ভাষণ প্রধানমন্ত্রী উপভোগ করেন বলে জানিয়েছেন প্রেস সচিব ইহসানুল করিম।
সেসময় প্রধানমন্ত্রীর সাথে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৭:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com