নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিল্পী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার সত্যভান্দী এলাকায় বাড়ির পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত সুমন মিয়ার স্ত্রী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে লাশ ফেলে যায়।
নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ৩:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com