হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ‘বেওয়াচ’ তারকা হিসেবে বেশ পরিচিতি তার। প্রেমের কারণে আলোচনায় এলেন তিনি।
যদিও আগে অনেকবারই এই প্রেমের কারণে আলোচনায় এসেছেন পামেলা। একটা সময় উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে প্রেমে মজেছিলেন।
আর এবার তো ব্যক্তিগত এক দেহরক্ষীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন তিনি। শুধু তাই না ওই দেহরক্ষীকে নাকি বিয়ের কথা ভাবছেন পামেলা।
গেল দুই বছর ধরে পামেলার সঙ্গে রয়েছেন ৪০ বছর বয়সী ওই দেহরক্ষী। চলতি বছরের মার্চ থেকে লকডাউনের পরই নাকি কোয়ারেন্টিনে ছিলেন পামেলা ও তার দেহরক্ষী। সেখানেই দুজনে প্রেমে পড়ে যান।
নতুন প্রেমে নাকিনিয়ে ভীষণ সিরিয়াস পামেলা। তাকে বিয়ের কথাও ভাবছেন।
জীবনে বহুবার সম্পর্ক ভেঙেছেন, তারপর আবার নতুন সম্পর্ক গড়তেও ক্লান্ত হননি ৫৩ বছর বয়সী পামেলা অ্যান্ডারসন।
এর আগে ২০০৭ সালের অক্টোবরে রিকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল পামেলার। কিন্তু মাত্র দুই মাস পর বিচ্ছেদের আবেদন করেন এই তারকা।
২০০৮ সালের মার্চে কাগজে-কলমে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। রিকের আগে মার্কিন সংগীতশিল্পী ও ড্রামার টমি লি এবং মার্কিন গায়ক ও অভিনেতা কিড রককে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী।
বাংলাদেশ সময়: ৯:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com