দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭১ জন ও মারা গেছেন ২ জন। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৭০ জন। আর আক্রান্ত হয়েছেন ৮২৩৮ জন। আর এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭৪ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ২১০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশ সময়: ২:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com